রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
কাদেরী টাইমস কলকাতা মেদিনীপুর সাহিত্য ইসলামিক রাজ্য দেশ আন্তর্জাতিক খেলা সম্পাদকীয় বিজ্ঞান, স্বাস্থ্য, ভ্রমণ ই – পেপার ও ম্যাগাজিন
সাহিত্য

আলোর সন্ধানে মাসিক পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা

কাদেরী টাইমস অনলাইন :

স্বরূপনগর : উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী-গোবিন্দপুর মুখার্জিমোড়ে অবস্থিত “আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে ২৪শে আগস্ট ২০২৫ রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বর্ণাঢ্য সাহিত্যসভা অনুষ্ঠিত হয়। উক্ত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নূপুর দাস মহাশয়া। উপস্থিত অতিথিদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিয়ে আলোকপাত করেন কবি কাজল দত্ত মহাশয়। তাঁর তথ্য ভিত্তিক আলোচনায় উপস্থিত কবি সাহিত্যিকেরা মুগ্ধ। কবি জাসমিন সুলতানা আলোচনার শিরোনাম ছিল ‘বাংলাভাষা ও বিদ্যাসাগর’। তিনি চর্যাপদ থেকে শুরু করে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং বর্তমান যুগের উপর বিস্তারিত আলোকপাত করেন এবং কবির বিদ্যাসাগরের মৌলিক রচনা নিয়ে অসাধারণ আলোচনায় উপস্থিত কবি সাহিত্যিকগণ মুগ্ধ হন। আলোর সন্ধানে পত্রিকার সহসম্পাদক সরবত আলি মণ্ডল ও সম্পাদক আনারুল হক আগামী ২০২৬ নববর্ষ সংখ্যা প্রকাশ নিয়ে আলোচনা করেন। প্রকাশিত হয় আলোর সন্ধানে মাসিক পত্রিকার চতুর্থ বর্ষ তৃতীয় সংখ্যা ও সাইদুর রহমান রচিত নাটক ‘চেতনার দিশারী’। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী ও সঞ্চালিকা শিউলি সরকার, সম্পাদিকা মেঘছায়া সরকার। স্বরচিত কবিতা মাঠে অংশগ্রহণ করেন শিউলি সরকার, কাকলি হালদার, জাসমিন সুলতানা, সুপ্রিয়া বর, আনারুল হক, নূপুর দাস,কাজল দত্ত, সরবত আলি মণ্ডল, মাকফুর রহমান, মোহাম্মদ রেজাউল মন্ডল, জয়দেব বিশ্বাস, সাইদুর রহমান, রাজেশ সরকার, সিকান্দার আলি মোহর আলি মণ্ডল, খালেক পাড় প্রমুখ কবি সাহিত্যিক। গল্প পাঠ করেন উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মাকফুর রহমান।

SHARE

Related posts

ইতালীয় ননেট কবিতা প্রসঙ্গে দু’চার কথা
কলমে: ইমদাদুল ইসলাম

Qadri Times

কবিতা

Qadri Times

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
যোগাযোগ