
জুলফিকার আলীঃ
২৮শে জানুয়ারি সম্প্রতি আন নিসা মিশনের বহু আকাঙ্খিত মজিদের একামত অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Rokaya Murad Ali Patel and family co mas Haji Hanif Mayet, Haji Hassen Mayer সকালের স্থায়ী সভাপতি- হাজি রবিশুদ্দিন সাহেব, সম্পাদকঃ- জামানে আলম, সহ সভাপতিঃ- জনাব সামজেদ আলি ভুট্টো, সহ সম্পাদকঃ- বিশিষ্ট সমাজ সেবী নওসাদ সাহেব, -জনাব আলকাউদ্দিন সাহের সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, কোরান তেলায়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনায়। ছাত্রছাত্রীরা গজল, কেরাত ও বিতর্ক আলোচনা উপস্থাপিত হয়। উপস্থিত ছিল প্রাক্তন ছাত্র ছাত্রী তথা Dr. Manjur Islam (MBBS), Dr. Abusalem (MBBS), Dr. Salma Khan (MBBS) সম্মানিত করা হয়। এ বিষয়ে সহযোগিতা করেন বিশিষ্ট শিক্ষক আলিমুদ্দিন সাহেব। দুপুর 1-15 এর আজান ও জোহরের নামাজ এবং দোয়ার মধ্যদিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।