কবিতা__

এস.এম.মঈনুল হকঃ
২৭ শে রজবে ফেরেশতা জিব্রাইল,
আসিলেন তিনি বোররাক নিয়ে করিয়া অবনত শির।
আসসালাম ইয়া রাসুল আল্লাহ চাপুন বোররাক যানে,
আল্লাহ আপনারে করেছেন স্মরণ চাহিয়া আছেন আপনার পানে।
যেতে হবে সেথা যেথায় রয়েছে, আল্লাহর সিংহাসন,
মুসা নবীর তুর পাহাড়ে আসুন করি গমন।
সত্তর হাজার ফেরেশতারা করেছে প্রতীক্ষা আপনার,
আল আকসাতে দুই রাকাত নামাজের ইমাম একটি বার।
পৌঁছিয়া জিব্রাইল নবীকে লইয়া সিদরাতুল মুনতাহায়,
লওহে মাহফুজের সংবাদ আমি এখান থেকেই পাই।
জ্বলে পুড়ে ছাই হয়ে যাব যদি আর এক পা এগোই,
শির নত করে বলেন জিব্রাইল এবার চাই বিদায়।
রফরফ যানে রাসুলুল্লাহ পৌঁছলেন আরশ পানে,
আল্লাহর নূরের ফেরেশতারা স্বাগত জানালেন গার্ড অফ অনার সম্মানে।
আল্লাহ বলিলেন ইয়া হাবিবুল্লা আসুন কুরসি পরে,
দেখুন এবার এই কুরসিতে আপনার ভাগ কতখানি পড়ে।
ফেরেশতাদের লইয়া রসুল চলিলেন দোজখ বেহেস্ত দর্শনে,
যাহা দেখিলেন সবকিছু তাঁর রহিল নখদর্পণে।
একমাস সিয়াম পাঁচ ওয়াক্ত নামাজ আনিলেন মুমিনের লাগি,
আল্লাহকে স্মরণ করিতে আমাদের আত্মা যেন সর্বদা থাকে জাগি।
রসূলুল্লাহর শ্রেষ্ঠ কারামত ২৭ এ রজবের মহা ক্ষণ,
সর্বদা মোরা মুসলিম যেন করি তাঁর স্মরণ।২৭ শে রজবে ফেরেশতা জিব্রাইল,
আসিলেন তিনি বোররাক নিয়ে করিয়া অবনত শির।
আসসালাম ইয়া রাসুল আল্লাহ চাপুন বোররাক যানে,
আল্লাহ আপনারে করেছেন স্মরণ চাহিয়া আছেন আপনার পানে।
যেতে হবে সেথা যেথায় রয়েছে, আল্লাহর সিংহাসন,
মুসা নবীর তুর পাহাড়ে আসুন করি গমন।
সত্তর হাজার ফেরেশতারা করেছে প্রতীক্ষা আপনার,
আল আকসাতে দুই রাকাত নামাজের ইমাম একটি বার।
পৌঁছিয়া জিব্রাইল নবীকে লইয়া সিদরাতুল মুনতাহায়,
লওহে মাহফুজের সংবাদ আমি এখান থেকেই পাই।
জ্বলে পুড়ে ছাই হয়ে যাব যদি আর এক পা এগোই,
শির নত করে বলেন জিব্রাইল এবার চাই বিদায়।
রফরফ যানে রাসুলুল্লাহ পৌঁছলেন আরশ পানে,
আল্লাহর নূরের ফেরেশতারা স্বাগত জানালেন গার্ড অফ অনার সম্মানে।
আল্লাহ বলিলেন ইয়া হাবিবুল্লা আসুন কুরসি পরে,
দেখুন এবার এই কুরসিতে আপনার ভাগ কতখানি পড়ে।
ফেরেশতাদের লইয়া রসুল চলিলেন দোজখ বেহেস্ত দর্শনে,
যাহা দেখিলেন সবকিছু তাঁর রহিল নখদর্পণে।
একমাস সিয়াম পাঁচ ওয়াক্ত নামাজ আনিলেন মুমিনের লাগি,
আল্লাহকে স্মরণ করিতে আমাদের আত্মা যেন সর্বদা থাকে জাগি।
রসূলুল্লাহর শ্রেষ্ঠ কারামত ২৭ এ রজবের মহা ক্ষণ,
সর্বদা মোরা মুসলিম যেন করি তাঁর স্মরণ।