হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুই পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। আইটিবিপি-র অফিশিয়াল ওয়েবসাইটে।
সংবাদ অনুক্ষণ অনলাইন : ইন্ডো-টিবেটান বর্ডার পুলিশ হতে চলেছে নিয়োগ। হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুই পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। আইটিবিপি- র অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in – এখানে গিয়ে আবেদন করা যাবে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
মোট শুন্যপদ কত – আইটিবিপি- তে মোট ৫১ টি শূন্যপদ রয়েছে। হেড কনস্টেবলের জন্য ৭টি এবং কনস্টেবল পদের জন্য ৪৪টি শূন্যপদ রয়েছে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা – হেড কনস্টেবলে পদে আবেদনের জন্য আবেদনকারীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই চাকরির পদের জন্য আবেদন করতে পারবেন। কনস্টেবলে পদে নিযুক্ত হওয়ার জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে। এক্ষেত্রেও আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলেই চলবে। ২২ জানুয়ারি, ২০২৫ তারিখের নিরিখে বয়স হিসেব করা হবে। ২৩ জানুয়ারি, ২০০০- এর আগে এবং ২২ জানুয়ারি, ২০০৭- এর পর জন্ম হলে তাঁরা আবেদন জানাতে পারবেন না। দশম শ্রেণির সার্টিফিকেটে যে জন্মতারিখ থাকবে সেটাই ধার্য করা হবে।
কীভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে আবেদনকারীদের মধ্যে – ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট, লিখিত পরীক্ষা, প্র্যাকটিকাল পরীক্ষা, বিশদে মেডিক্যাল পরীক্ষা এবং তার রিভিউ- এই সবকিছুর মাধ্যমেই যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে।
কাদের জন্য এবং কত টাকা আবেদন ফি – পুরুষ, অসংরক্ষিত শ্রেণি, ওবিসি এবং আর্থিক ভাবে দুর্বল বিভাগের আবেদনকারীদের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অনলাইনে এই টাকা জমা দিতে হবে। এছাড়া যেসব আবেদনকারী তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।