শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
কাদেরী টাইমস কলকাতা মেদিনীপুর সাহিত্য ইসলামিক রাজ্য দেশ আন্তর্জাতিক খেলা সম্পাদকীয় বিজ্ঞান, স্বাস্থ্য, ভ্রমণ ই – পেপার ও ম্যাগাজিন
রাজ্য

আলোর সন্ধানে পত্রিকার সাহিত্য সভা

কাদেরী টাইমস অনলাইন সংবাদদাতা সরবত অলি মণ্ডল :

উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী-গোবিন্দপুর মুখার্জিমোড়ে অবস্থিত আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে ১৫ই জুন রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোর সন্ধানে মাসিক পত্রিকার চতুর্থ বর্ষ প্রথম সংখ্যা অর্থাৎ ৩৭ তম সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। উক্ত সভাপতিত্ব করেন স্থায়ী সভাপতি মাননীয় ডাঃ সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। সম্প্রতি শুরুতে গুজরাটে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মাননীয়া সাহানী নাজনীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক উপন্যাসিক অর্দ্ধেন্দু মণ্ডল মহাশয়। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট উপস্থিত ছিলেন মাননীয়া সাহানী নাজনীন, ডাঃ সাইদুর রহমান, ফিরোজা খাতুন। অতিথিদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। কবি আলিবর্দী খাঁ স্মৃতি পুরস্কার তুলে দেন কবি সিকান্দার আলি সাহিত্যিক সিরাজুল ইসলাম ঢালী ও কবি ফিরোজা খাতুনের হাতে।
অতঃপর সাহিত্যিক অর্দ্ধেন্দু মণ্ডল মহাশয় বলেন, বই পড়ার পাঠক সংখ্যা কমে গেছে বলে তিনি মনে করেন। তিনি নিজে ট্রেনে যাতায়াতের মধ্যেই বই পড়েন। আরও বলেন, কবি জীবনানন্দ দাশ সেই সময় সাহিত্যের সঠিক সম্মান পাননি। পেয়েছেন অনেক পরে। ঠিক তেমনি আজকের দিনে কবিরা লিখছেন তা একদিন সমাজের কাছে গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করেন। আর জি কর কলেজের এমবিবিএস ছাত্রী তিলোত্তমা (মৌমিতা দেবনাথ) কে নিয়ে গল্প -“মৃত্যুর পরে” পাঠ করেন। ফিরোজা খাতুন পাঠক তৈরির বিষয়ে আলোচনা করেন। তৎসহ একটি রম্য রচনা পাঠ করেন। কবি সাহিত্যিক গল্পকার সাইদুর রহমান “প্রান্ত তীর্থ” গল্পটি পড়ে শোনান। কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন সংস্থার সম্পাদক আনারুল হক, সহসম্পাদক সরবত আলি মণ্ডল। সিকান্দার আলি, ইকতিয়ার হোসেন, খালেক পাড়, জাকির হোসেন মণ্ডল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মাকফুর রহমান।

SHARE

Related posts

নির্যাতিতার বাবা কাছে শুভেন্দুর আর্জি দলহীন জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানের ডাক দিন।

Qadri Times

বাংলায় বিজেপি ২০টি আসনে প্রার্থী ঘোষণা করলেন

Admin@sangba

রাজ্যের ইমেল এলেই বৈঠকে রওনা দেবেন জুনিয়র ডাক্তারেরা বললেন

Qadri Times

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
যোগাযোগ