বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে রবিবার উদ্বোধনের পরেই মুর্শিদাবাদ খাদি মেলা জমে উঠেছে।
সংবাদ অনুক্ষণ অনলাইন : মুর্শিদাবাদ খাদি মেলাতে যে মঞ্চ রয়েছে সেখানে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হচ্ছে, তেমনই মেলায় ঘুরতে আসা মানুষজনের উৎসাহ বাড়ছে। ১৭৫ টি স্টল, এত বড় মেলায় কেনাকাটা, দেখারও প্রচুর সামগ্রী রয়েছে। খাদি বস্ত্রের বিপুল সম্ভার থেকে ঘর সাজানোর জিনিস, হাতের কাজ থেকে বাঁশ বেত, কাঠের গুড়ির আসবাবপত্র- প্রতি বারের মতো এবারেও খাদি মেলায় চমক প্রতিটি স্টলে স্টলে। এবারের খাদি মেলার কালেকশন কেমন লাগছে ক্রেতাদের? মেলায় বেড়াতে আসা ক্রেতারা বলছেন- এবছর আরও বেশী স্টক রয়েছে। শাড়ি হোক বা কুর্তি, শার্ট হোক বা শীতের চাদর- সবেতেই রয়েছে নতুনত্ব। কেউ কেউ আবার বলছেন, এক জায়গায় সব জায়গার স্টল আছে। মনের মতো জিনিস হাতে নেড়ে দেখেশুনে কেনার মজাই আলাদা।
মুর্শিদাবাদ জেলা ছাড়াও ভিন জেলার স্টলে সেজেছে মেলায়। পোশাকের সাথেই খাবারের স্টল, বড়ি, ডাল, সুগন্ধি চাল, আঁচারের স্টল তো আছেই, সাথে মেলায় পেটপুজোর ব্যবস্থাও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পৌষের শীতে খেজুরের গুঁড়ের পিঠে পুলি থেকেও বঞ্চিত হচ্ছেন না মেলায় আসা মানুষজন। শাড়ির ক্ষেত্রেও স্টলগুলিতে নতুনত্বের ছোঁয়া। মুর্শিদাবাদের মির্জাপুরের স্বর্ণচুরি থেকে বালুচুরি, গরদ ছাড়াও এবছর খাদি মেলায় প্রধান আকর্ষণ কথাকলিও শাড়ি, কাতান কাঞ্জিভরম, গরদের মধ্যেও নতুন নতুন ডিজাইন। শাড়ির সাথেই টি শার্ট, শার্ট, মটকার জহর কোর্টের চাহিদাও এবার বেশী। যা নিয়ে আশাবাদী স্টল দাতারাও। মেলার শুরুর ট্রেন্ড দেখে স্টল দাতারা আশাবাদী- গতবারের রেকর্ড ভাঙতে পারে এবছর।
উত্তরবঙ্গ থেকে বাঁশ, বেত, গাছের গুড়ি দিয়ে তৈরি আসবাবপত্রের সম্ভার রয়েছে মেলায়। স্টল দাতা বলছেন, সুদূর জলপাইগুড়ি থেকে এসেছেন। এই নিয়ে মেলায় তিন বছর। ঘর সাজানোর জিনিস থেকে আসবাবপত্র সবই রয়েছে। ৬ ই জানুয়ারি অবধি চলবে মুর্শিদাবাদ খাদি মেলা। মেলার শুরুতেই বিকিকিনি নিয়ে আশার আলো দেখছেন স্টলদাতারা।