শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
কাদেরী টাইমস কলকাতা মেদিনীপুর সাহিত্য ইসলামিক রাজ্য দেশ আন্তর্জাতিক খেলা সম্পাদকীয় বিজ্ঞান, স্বাস্থ্য, ভ্রমণ ই – পেপার ও ম্যাগাজিন
কলকাতাকাদেরী টাইমস

৩৩ তম কুতুবে বাঙ্গালা সৈয়দ গোলাম মোস্তফা হজরত আল কাদেরী(রাঃ)-এর ঊরুষ অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী সহো বিশিষ্ট ব্যক্তিদের আগমন ।

কাদেরী টাইমস অনলাইন

উপমহাদেশের সুবিখ্যাত সাধক ও ওলি কুতুবে বাংলা বড় হুজুর হযরত মাওলানা সৈয়দ শাহ গোলাম মোস্তফা হযরত আল কাদেরীর ৩৩তম বাৎসরিক উরস ২১ সেপ্টেম্বর উদ্যাপিত হয়েছে। এই উরস পালিত হয় সাজ্জাদানশীন ও গদ্দিনশিন পীর হযরত মাওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আলকাদেরীর তত্ত্বাবধানে। অনুষ্ঠানটি হয় তাঁর বাসভবন দরবার শরীফ ২২ মফিদুল ইসলাম লেনে। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত ও শিষ্য যোগদান করেন।পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করে অনুষ্ঠানের সূচনা করেন পীরজাদা সৈয়দ শাহ মামুন মুরশেদ আল কাদেরী। এই উরস শরীফ উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও জাতীয় ঐক্য শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ পরিবহন দফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, বিধায়ক ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মুহাম্মদ আবদুল গনি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মীর দারাশিকো, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড আবু তাহের কামরুদ্দিন, কলকাতা তালতলা খানকাহ শরিফের পীরসাহেব হযরত মাওলানা সৈয়দ শাহ ফাদিল ইরশাদ রাসুদ আলী আলকাদেরী, পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের মেম্বার ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুহাম্মদ আনসার মণ্ডল, প্রাক্তন ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন আরফান আলী বিশ্বাস, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জিয়াউল কাদের, পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি অমিত ঘোষ, কলকাতা হাইকোর্টের অতিরিক্ত গভর্নমেন্ট প্লিডার খাজা জাভেদ ইউসুফ, আইনজীবী সৈয়দ নাসিরুল হোসেন, আইনজীবী খাজা ইফতেখার ইউসুফ, বিশিষ্ট সমাজসেবী মেহবুব আলম, কাদেরী টাইমস-এর সম্পাদক সৈয়দ মিনহাজ হোসেন আল হোসেনী, মেদিনীপুর এসএমআই হাই-মাদ্রাসার প্রাক্তন প্রধানশিক্ষক সৈয়দ আশেকুল বারী, সৈয়দ আতাউল বারী, সৈয়দ আতাউর হোসেন, সৈয়দ আসগার হোসেন, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আসফার হোসেন চৌধুরী-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবর্গ তাদের বক্তব্যে বড় হুজুরের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী আতাউল গওস।দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা আজাদ কলেজের আরবি বিভাগের প্রধান হযরত মাওলানা অধ্যাপক ড সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ আল কাদেরী নিজের বক্তব্যে বড় হুজুরের জীবনাদর্শ ও মানব জীবনে তাঁর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মহরম আলী রিজভী কাদেরী, মাওলানা বাকিবিল্লাহ রিজভী কাদেরী, মাওলানা মনিরুল ইসলাম কাদেরী প্রমুখ।পীরসাহেব হযরত মওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আলকাদেরীর বিশ্বশান্তি ও মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

SHARE

Related posts

হাসিনা সরকারের প্রস্তাব খারিজ করে দিলেন আন্দোলনকারি ছাত্ররা। ‘লাশ মাড়িয়ে আলোচনা নয়’।

Qadri Times

কারা পাবেন চাকরি! আইটিবিপি ITBP- তে শূন্য পদে নিয়োগ।

Qadri Times

মুর্শিদাবাদের বহরমপুরে মুক্তধারা সাহিত্য পরিষদের বই প্রকাশ ও সাহিত্যানুষ্ঠান

Qadri Times

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
যোগাযোগ