রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
কাদেরী টাইমস কলকাতা মেদিনীপুর সাহিত্য ইসলামিক রাজ্য দেশ আন্তর্জাতিক খেলা সম্পাদকীয় বিজ্ঞান, স্বাস্থ্য, ভ্রমণ ই – পেপার ও ম্যাগাজিন
কলকাতা

সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার সংকলন প্রকাশ ও সাহিত্য অনুষ্ঠান

মোঃ ইজাজ আহামেদ

কলকাতা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ : আজ রবিবার শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে প্রকাশিত হল সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা ও লেখনী প্রকাশন আয়োজিত ‘সৃজন ধারা’ সংকলনের শুভ মোড়ক উন্মোচন ও সাহিত্য অনুষ্ঠান। এদিন সৃষ্টিসুধার ছত্রছায়ায় সেই সাথে প্রকাশিত হল কবি দীপক কুমার সৌ মণ্ডলের একক সংকলন ‘দিয়া’। ৬০ জন কলমচির লেখনীতে সমৃদ্ধ হয়েছে এই সংকলন। পত্রিকার প্রতিষ্ঠাতা দীপঙ্কর বর্মন, যুগ্ন সম্পাদক দীনবন্ধু ঘোষ ও মোঃ মুরসালিন হকের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে । প্রোজ্জ্বল রায় চৌধুরী, রাখি পাইক এডমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ইমদাদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্পিতা কামিল্যা। এছাড়া বিশিষ্ট অতিথি উপস্থিত হিসেবে ছিলেন বলিষ্ঠ লেখক দেবব্রত মাজী । প্রায় অর্ধ শতাধিক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানটি শুরু হয় ১১টা নাগাদ এবং শেষ হয় বিকেল ৩টা নাগাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি দীনবন্ধু ঘোষ । প্রত্যেক লেখকের বলার জন্য ৫মিঃ করে সময় নির্ধারিত হয়। সৃজন ধারা সংকলন প্রকাশে সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার উদ্দেশে ইমদাদুল ইসলামের রচিত থিম সং অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয়। এই সংকলনে কলম ধরেছেন যে সমস্ত লেখক তারা হলেন দীপঙ্কর বর্মন, ইমদাদুল ইসলাম, মহম্মদ মফিজুল ইসলাম, কাকলি বিশ্বাস, রুজিনা বেগম, অরিজিতা ঘোষ, প্রীতি সরদার, প্রসূন বিশ্বাস , রাজু বৈরাগী, রাফিকফুজ্জামান খান, অসীম মন্ডল , বিমল চন্দ্র পাল, উজ্জ্বল মন্ডল, সমর কুমার বোস, সামিউল ইসলাম, মিতালী বোস, সুশীল বন্দ্যোপাধ্যায়, সর্বেশ্বর মন্ডল, বরুণ চন্দ্র পাল, মাম্পি সরকার, অজয় মুখোপাধ্যায়, নীলাদ্রি রুজ, জয়দেব মাল, গৌতম পাল, রিয়া ভট্টাচার্য্য, সুজিত চৌধুরী, সুবীর কুমার ঘোষ, ডাঃ শ্যামল বৈদ্য, বিমল চন্দ্ৰ পাল, প্রণব শিকদার, সুকুমার পয়রা, সাবিত্রী নন্দী, আব্দুল আসীফ,
পাল সোমা, বিপ্লব মণ্ডল, বিভাস দাস, শান্তি দাস, সুবল চন্দ্র দাস, রূপশ্রী সেনগুপ্ত, প্রদীপ কুমার সৌ মণ্ডল, রিমা মাইতি, সুবীর দাস, গার্গী সরকার, কনিকা সরকার, ইন্দ্রাণী চৌধুরী, ডঃ দেবব্ৰত মাজী, অশোক মণ্ডল, স্মৃতি রেখা ঘোষ, প্রফুল্ল কুমার মণ্ডল, দীনবন্ধু ঘোষ, রাখি পাইক, মোঃ মুরসালিন হক, কামাল হাসান, প্রোজ্জ্বল রায় চৌধুরী, আশিকুল আলম বিশ্বাস, সঞ্জয় বৈরাগ্য, চঞ্চল প্রামাণিক, নূপুর মাহাতো প্রমুখ।


SHARE

Related posts

১৫ ই রমজান উপলক্ষে কোরআনে কারিম কনফারেন্স ও দাওয়াতে ইফতার কাদেরী টাইমস ও আলোর দিশা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

Qadri Times

স্কুল স্তরের সিলেবাস কমিটির নতুন চেয়ারম্যান

Qadri Times

কলকাতা দরবার শরীফে গওসে সানী (রা:) এর ২৫৪ তম ঊরুষ মোবারক

Qadri Times

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
যোগাযোগ