
‘লাইলাতুল বরাত’
ইসলামিক হিজরি সালের শাবান মাসের ১৫ তারিখ রাতটি মুসলিম ধর্মাবলম্বীরা শবেবরাত যা সৌভাগ্য ও বরকতের রাত হিসেবে পালন করে থাকেন। এই রাতটিকে।আজ রোববার (১৩ই ফেব্রুয়ারি) রাতে পালিত হবে পবিত্র শবেবরাত।ফারসি শব্দে ‘শবেবরাতের’ বাংলা শব্দে ভাগ্যরজনী। শাবানের ১৫ তারিখ রাতে পরবর্তী বছরের ভাগ্য নির্ধারিত হয়। এ রাতকে মুসলিম উম্মাহ পালন করে থাকেন । ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এ রাতে রয়েছে পাপমোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক, আমল। আল্লাহর সান্নিধ্য ও ক্ষমালাভে বিশেষ বরকতের রাত। এই রাতে অনেকেই ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত করে থাকেন। এবং অনেকে মৃত স্বজনের কবর জিয়ারত করেন ও এবং অনেকেই শবে বরাতের দিনে নফল রোজা রাখেন। পবিত্র শবেবরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক সকলের জীবনে। ‘লাইলাতুল বরাত’ ইসলামিক হিজরি সালের শাবান মাসের ১৫ তারিখ রাতটি মুসলিম ধর্মাবলম্বীরা শবেবরাত যা সৌভাগ্য ও বরকতের রাত হিসেবে পালন করে থাকেন। আজ ১৪৪৬ হিজরীর ১৫ই শাবান বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) রাতে পালিত হবে পবিত্র শবেবরাত।ফারসি শব্দে ‘শবেবরাতের’ বাংলা শব্দে ভাগ্যরজনী। শাবানের ১৫ তারিখ রাতে পরবর্তী বছরের ভাগ্য নির্ধারিত হয়। এ রাতকে মুসলিম উম্মাহ পালন করে থাকেন । ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এ রাতে রয়েছে পাপমোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক, আমল। আল্লাহর সান্নিধ্য ও ক্ষমালাভে বিশেষ বরকতের রাত। এই রাতে অনেকেই ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত করে থাকেন। এবং অনেকে মৃত স্বজনের কবর জিয়ারত করেন ও এবং অনেকেই শবে বরাতের দিনে নফল রোজা রাখেন।
পবিত্র শবেবরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক সকলের জীবনে।