বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
কাদেরী টাইমস কলকাতা মেদিনীপুর সাহিত্য ইসলামিক রাজ্য দেশ আন্তর্জাতিক খেলা সম্পাদকীয় বিজ্ঞান, স্বাস্থ্য, ভ্রমণ ই – পেপার ও ম্যাগাজিন
কাদেরী টাইমস

মুর্শিদাবাদের বহরমপুরে মুক্তধারা সাহিত্য পরিষদের বই প্রকাশ ও সাহিত্যানুষ্ঠান

কাদেরী টাইমস অনলাইন :

বহরমপুর: ৮ই জুন ২০২৫ রবিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহরের সাংবাদিক সংঘের হল ঘরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সাহিত্য, সংস্কৃতি ও বই প্রকাশ অনুষ্ঠান। এই দিন কবি ও সাহিত্যিক প্রফুল্ল কুমার মণ্ডলের সম্পাদনায় এবং উত্তম বিশ্বাস ও অজিত মন্ডলের সহ সম্পাদনায় প্রকাশিত হল ‘নতুন দিগন্ত’ নামে একটি যৌথ কবিতা ও গল্পের সংকলন। পরিবেশিত হয় গান, আবৃত্তি, ও বক্তৃতা। অনুষ্ঠানটিতে সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট শিক্ষক, চাঁই ভাষা সাহিত্যিক ও সমাজ সেবি নৃপেন্দ্রনাথ মণ্ডল। বিশিষ্ট যাঁরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা হলেন মোঃ আব্দুল ওয়াহিদ (প্রাক্তণ সেনাকর্মী ও সমাজসেবী), ইন্দুভূষন মন্ডল (অধ্যাপক, কোলকাতা ইউনিভার্সিটি), দীপেন্দু চৌধুরী (বিশিষ্ট সাংবাদিক, প্রাবন্ধিক ও লেখক), মধুসূদন মণ্ডল (অধ্যাপক, ডোমকল গার্লস কলেজ ), ডঃ স্বরূপ মালাকার (বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক ও সাহিত্যিক), ইমদাদুল ইসলাম (দ্বিভাষিক কবি, সাহিত্যিক, ফ্রিল্যান্স জার্নালিস্ট ও সম্পাদক), কবি ও সাহিত্যিক মুরসালিম হক, কবি ও প্রাবন্ধিক রেজাউল করিম ও অন্যান্যরা।
এবার মুক্তধারা সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবি স্মৃতি রেখা ঘোষ, কবি নূর আলম ও কবি ডাঃ সেলিম সেখ কে বর্ষসেরা কবিরত্ন সম্মাননা -২০২৫ দেওয়া হয়েছে। কবি অপর্ণা নাথ,জয়শ্রী রায় মৈত্র, কল্যানী নাথ স্নিগ্ধা মণ্ডল ছাড়াও উপস্থিত সমস্ত কবিদের ব‌ই, মেমেন্টো, উত্তরীয়,ব্যাচ ও গোলাপ ফুল দিয়ে সম্মানিত করা হয়।
সমস্ত অনুষ্ঠানটির সঞ্চলানার দায়িত্বে ছিলেন সঞ্চিতা মণ্ডল।

SHARE

Related posts

কবিতা

Qadri Times

ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা, কপ্টারে ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশে বোনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী

Qadri Times

শেষ পর্যন্ত গণনাকেন্দ্রে আঁকড়ে থাকতে হবে- বার্তা অধীরের

Admin@sangba

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
যোগাযোগ