
জুলফিকার আলিঃ
২৯শে জানুয়ারি বুধবার সকাল ১১ টায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের মংলামাড়ো ঐকতান ক্লাবের আয়োজনে মংলামাড়ো মেলা উপলক্ষে রক্ত দান শিবিরের আয়োজন করেন।এবছর ২৪ তম বর্ষে এই মেলা আজ নবম দিন প্রতিবছর এই দিন টিতে মেলা কমিটির পক্ষ থেকে রক্ত দান শিবেরর আয়োজন করা হয়।
এই শিবেরে ১০০ জন রক্ত দাতা রক্ত দান করেন। রক্ত দান শিবিরে মহিলা রক্ত দাতারাও রক্ত দেন।
রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড বেঙ্ক। রক্ত দাতাদের ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান
মেলা কমিটির চেয়ারম্যান আব্দুল আহাদ আলি, মেলা কমিটির সভাপতি অভিজিৎ পয়ড়া । এছাড়া মেলা কমিটির পক্ষ থেকে এই শিবিরে উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক মুক্তি রঞ্জন বেরা।২৯শে জানুয়ারি বুধবার সকাল ১১ টায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের মংলামাড়ো ঐকতান ক্লাবের আয়োজনে মংলামাড়ো মেলা উপলক্ষে রক্ত দান শিবিরের আয়োজন করেন।এবছর ২৪ তম বর্ষে এই মেলা আজ নবম দিন প্রতিবছর এই দিন টিতে মেলা কমিটির পক্ষ থেকে রক্ত দান শিবেরর আয়োজন করা হয়।
এই শিবেরে ১০০ জন রক্ত দাতা রক্ত দান করেন। রক্ত দান শিবিরে মহিলা রক্ত দাতারাও রক্ত দেন।
রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড বেঙ্ক। রক্ত দাতাদের ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান
মেলা কমিটির চেয়ারম্যান আব্দুল আহাদ আলি, মেলা কমিটির সভাপতি অভিজিৎ পয়ড়া । এছাড়া মেলা কমিটির পক্ষ থেকে এই শিবিরে উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক মুক্তি রঞ্জন বেরা।