
কাদেরী টাইমস অনলাইন
২৪ ফেব্রুয়ারি সোমবার উর্দু একাডেমি কলকাতায় বাসুবাটি মেজ হুজুর দরবারে পক্ষ থেকে একটি সভা ও দরবারে বই প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠীত হয়। মেজ হুজুর দরবার শরীফের পিরে কামিল মেজ হুজুর নামে একটি পুস্তক উদ্বোধন হয়। যেটাই মেজ হুজুর দরবার শরীফের জীবনী উল্লেখ আছে। তিনার নাম সৈয়দ খাজা মজিদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি এর নামে বাসুবাটি মেজ হুজুর দরবার শরীফের পরিচিতি। উনার প্রথম কারামত বর্ধমানের ইছলা বাজারে বারটি বছর দুধ আর সাগ খেয়ে একটি জঙ্গলে এবাদতে মশগুল ছিলেন। বারোটি বছর পরে আসমানী আওয়াজ হয়েছিল মকবুল আল্লাহ সেই থেকে উনার লাকাব মকবুল আল্লাহ বলে পরিচিত এবং অলৌকিক কিছু ঘটনা বিস্তারিত আলোচনা আছে। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান, পূবের কলম পত্রিকার সম্পাদক, প্রাক্তন রাজ্যসভায় সাংসদ জনাব ইমরান হাসান সাহেব ও সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি জনাব ওয়াজুল হক সাহেব, সংখ্যালঘু সেলের সহ সাধারণ সম্পাদক জনাব মহঃএহতেশামুল হক,পীরজাদা জনাব সৈয়দ মিনহাজ আল কাদেরী হোসাইনী, কলকাতা হাইকোর্টের
আইন জিবি জনাব সৈয়দ নাসিরুল হোসেন, সমাজসেবি জনাব কামরান হোসেন, মইন আক্তার,ও সেক হাসান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বাসুবাটি মেজ হুজুর দরবারে উপর একটি বই প্রকাশ হয়। বাসুবাটি দরবার শরীফের পীরে তরিকাত সৈয়দ তাজুল ইসলাম কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেন এবং সারা বাংলা আহলে সুন্নাত হানাফী জামাতের সম্পাদক মাওলানা সৈয়দ তাফহিমুল ইসলাম হুজুরের কিছু কারামতের বক্তব্য দেন এবং বিশেষ আগামী ২০ শে ফাল্গুন হুজুরের উরুস মোবারক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উরুসে আসার আহ্বান জানান। উক্ত ঊরুষে সেহরি ও ইফতারের ব্যবস্থা থাকবে বলে জানান। পিরে তারিকাত সৈয়দ তাজুল ইসলাম শেষে দোয়া করেন বিশ্বের শান্তি এবং ভাতৃত্ব ও সম্প্রীতি রক্ষার জন্য।


