শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
কাদেরী টাইমস কলকাতা মেদিনীপুর সাহিত্য ইসলামিক রাজ্য দেশ আন্তর্জাতিক খেলা সম্পাদকীয় বিজ্ঞান, স্বাস্থ্য, ভ্রমণ ই – পেপার ও ম্যাগাজিন
কলকাতাকাদেরী টাইমস

বাসুবাটি মেজ হুজুর দরবারের ওলীয়ে কামেল হযরত খাজা সৈয়দ শাহ মজিদুল ইসলামের পবিত্র জীবনী আলোচনা সভা ও ব‌ই প্রকাশ

কাদেরী টাইমস অনলাইন

২৪ ফেব্রুয়ারি সোমবার উর্দু একাডেমি কলকাতায় বাসুবাটি মেজ হুজুর দরবারে পক্ষ থেকে একটি সভা ও দরবারে ব‌ই প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠীত হয়। মেজ হুজুর দরবার শরীফের পিরে কামিল মেজ হুজুর নামে একটি পুস্তক উদ্বোধন হয়। যেটাই মেজ হুজুর দরবার শরীফের জীবনী উল্লেখ আছে। তিনার নাম সৈয়দ খাজা মজিদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি এর নামে বাসুবাটি মেজ হুজুর দরবার শরীফের পরিচিতি। উনার প্রথম কারামত বর্ধমানের ইছলা বাজারে বারটি বছর দুধ আর সাগ খেয়ে একটি জঙ্গলে এবাদতে মশগুল ছিলেন। বারোটি বছর পরে আসমানী আওয়াজ হয়েছিল মকবুল আল্লাহ সেই থেকে উনার লাকাব মকবুল আল্লাহ বলে পরিচিত এবং অলৌকিক কিছু ঘটনা বিস্তারিত আলোচনা আছে। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান, পূবের কলম পত্রিকার সম্পাদক, প্রাক্তন রাজ্যসভায় সাংসদ জনাব ইমরান হাসান সাহেব ও সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি জনাব ওয়াজুল হক সাহেব, সংখ্যালঘু সেলের সহ সাধারণ সম্পাদক জনাব মহঃএহতেশামুল হক,পীরজাদা জনাব সৈয়দ মিনহাজ আল কাদেরী হোসাইনী, কলকাতা হাইকোর্টের
আইন জিবি জনাব সৈয়দ নাসিরুল হোসেন, সমাজসেবি জনাব কামরান হোসেন, ম‌ইন আক্তার,ও সেক হাসান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বাসুবাটি মেজ হুজুর দরবারে উপর একটি ব‌ই প্রকাশ হয়। বাসুবাটি দরবার শরীফের পীরে তরিকাত সৈয়দ তাজুল ইসলাম কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেন এবং সারা বাংলা আহলে সুন্নাত হানাফী জামাতের সম্পাদক মাওলানা সৈয়দ তাফহিমুল ইসলাম হুজুরের কিছু কারামতের বক্তব্য দেন এবং বিশেষ আগামী ২০ শে ফাল্গুন হুজুরের উরুস মোবারক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উরুসে আসার আহ্বান জানান। উক্ত ঊরুষে সেহরি ও ইফতারের ব্যবস্থা থাকবে বলে জানান। পিরে তারিকাত সৈয়দ তাজুল ইসলাম শেষে দোয়া করেন বিশ্বের শান্তি এবং ভাতৃত্ব ও সম্প্রীতি রক্ষার জন্য।

SHARE

Related posts

অলিম্পিয়াডে অংশগ্রহণ করে পুরস্কার নওরীন হাসানের

Qadri Times

৩৩ তম কুতুবে বাঙ্গালা সৈয়দ গোলাম মোস্তফা হজরত আল কাদেরী(রাঃ)-এর ঊরুষ অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী সহো বিশিষ্ট ব্যক্তিদের আগমন ।

Qadri Times

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Qadri Times

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
যোগাযোগ