শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
কাদেরী টাইমস কলকাতা মেদিনীপুর সাহিত্য ইসলামিক রাজ্য দেশ আন্তর্জাতিক খেলা সম্পাদকীয় বিজ্ঞান, স্বাস্থ্য, ভ্রমণ ই – পেপার ও ম্যাগাজিন
কাদেরী টাইমসরাজ্য

ফন্টপেজঅ্যাকাডেমির ইফতার মাহফিলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বে বার্তা বিধায়ক হুমায়ুন কবিরের

কাদেরী টাইমস অনলাইনঃ

১৭ মার্চ ২০২৫ সোমবার দেগঙ্গা, উত্তর ২৪ পরগণায় ফ্রন্টপেজ অ্যাকাডেমি শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার মজলিশ অনুষ্ঠিত হল। “সিয়ামের অপরিহার্য একটি অংশ ইফতার। এটি সাহরী খাওয়ার মতোই ইবাদাত এবং রসুল (সঃ)-র সুন্নাহ”। ফ্রন্টপেজ পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান জনাব মুহাম্মদ কামরুজ্জামান বলেন আল্লাহর অশেষ রহমতে এবারও আমরা প্রিয় রমযান প্রাপ্ত হয়েছি,আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাসে আপনাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্টপেজ অ্যাকাডেমির ১৬ রমযান এক ইফতার মজলিশের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সম্মানিত অতিথিদের নিয়ে। ফ্রন্টপেজ শিক্ষা প্রতিষ্ঠানে সব ধর্মের শিক্ষার্থীরা পড়া শুনা করেন স্বাধীন ভাবে ধর্মীয় ভেদাভেদ আমরা করিনা। উক্ত ইফাতার মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রমজানের সুভেচ্ছার মাধ্যমে সম্প্রীতি ও ভালোবাসা বার্তা দেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সম্পাদক মাওলানা বাকিবিল্লাহ, হাড়োয়া যুব তৃণমূল কংগ্রেস তথা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা,
পীরজাদা সৈয়দ তাফহীমুল ইসলাম আল কাদিরি বাসুবাটী দরবার শরীফ,বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফের পীরজাদা খোবায়েব আমিন, কাদেরী টাইমস পত্রিকার মুখ্য সম্পাদক সৈয়দ মিনহাজ হুসেইন আল-হুসেইনী,মাওলানা সিরাজুল হক শিক্ষক এইচ এম বি হাই মাদ্রাসা ,আলী আকবর সহ একাধিক বিশিষ্ট জনেরা সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান ইফতার মজলিসে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

SHARE

Related posts

১৬ই মহররম দরবার শরীফে আল হুজুর(রাঃ) এর ১৬২ তম ঊরুষ উদযাপিত হলো

Qadri Times

পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন রবিবারের মধ্যে কিনারা না করতে পারলে আরজি কর-কাণ্ডের তদন্তভার সিবিআইকে দেবেন মমতা

Qadri Times

নশিপুর রেলব্রিজ দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন ২রা অক্টোবর থেকে !

Qadri Times

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
যোগাযোগ