শনিবার, ৯ আগস্ট, ২০২৫
কাদেরী টাইমস কলকাতা মেদিনীপুর সাহিত্য ইসলামিক রাজ্য দেশ আন্তর্জাতিক খেলা সম্পাদকীয় বিজ্ঞান, স্বাস্থ্য, ভ্রমণ ই – পেপার ও ম্যাগাজিন
কাদেরী টাইমস

ফতেপুর সুন্দলপুর ফেরি ঘাটে ঝুঁকি পূর্ণ পারাপারের ঘটে গেল দুর্ঘটনা

সংবাদ অনুক্ষণ ডেক্স: ফতেপুর সুন্দরপুর ফেরিঘাটে বাঁশের মাচা ভেঙ্গে পড়ে গেল বোঝাই করা একটি চারচাকা ডিসিএম গাড়ি। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয় ।নদীর দুই পারে জমে মানুষের ভিড় এবং সঙ্গে সঙ্গে ডোমকল থানা ও হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
স্বাধীনতার পর থেকে অনেক নির্বাচন পেরিয়েছে , নির্বাচনী প্রতিশ্রুতিও দিয়েছেন শাসক – বিরোধী সব দলের নেতারা তবুও মুর্শিদাবাদের অতি পরিচিত দুই থানা ডোমকল ও হরিহরপাড়ার মানুষকে ভাগ করে রেখেছে ভৈরব নদী । এই দুই এলাকার মাঝ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী । দুই থানার বাসিন্দা ছাড়াও ঐ পারে নওদা ও এপারে জলঙ্গির মানুষের সংযোগের এক মাত্র মাধ্যম সুন্দলপুর – ফতেপুর ফেরিঘাট । কাছাকাছি একটু বড় শহর ডোমকল হওয়ায় হরিহরপাড়ার বাসিন্দারা ডোমকলে নিত্যনৈমিত্তিক কাজে যেতে হয় এবং ডোমকল কলেজ সহ ডোমকলের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে হরিহরপাড়ার ছেলে মেয়েরা পড়া শোনা করে । ভৈরব নদীতে প্রতিদিন হাজার হাজার মানুষ ছাত্র দিনমজুর পারাপার করেন । ফেরি পারাপারের মাঝিরা জানান বোঝাই করা ভারী গাড়ি থাকার কারণে বাসের চারার ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে আমরা জানলে কখনোই এই বাসেঁর চড়াটের উপর গাড়ি পারাপার করতে দিতাম না, তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। “বেশ কিছুদিন থেকেই চলছিল নদীতে নৌকো পারাপার কিন্তু হঠাৎ করে কয়েকদিন থেকে নদীতে জল কমায় নদীতে বাঁশের মাচার শুরু হয়েছে নদী পারাপার কিন্তু সেই মাচার বেহাল দশা । নিত্যদিনে যাত্রীকে সেই বাঁশের মার্চার উপরি নির্ভর করে প্রাণের ঝুঁকি নিয়ে হতে হয় পারাপার। তার ফলে যে কোন সময় ঘটতে পারে বিপদ” একথা জানান স্থানীয় বাসিন্দা হাসানুজ্জামান । সৌমেন দত্ত বলেন নৌকায় পারাপারের সময় তিন চাকা, চার চাকা গাড়ি নৌকায় চাপিয়ে পার করে ফলে তখনো একটা বিপদের ঝুঁকি থেকেই যায় ”। আর এক স্থানীয় নিত্য দিনের যাত্রী বলে “ মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর যেতে বিকল্প রাস্তা এটাতো আর ইসলামপুর ঘুরে চল্লিশ কিমি পথ যেতে লাগে আর হরিহরপাড়া দিয়ে যেতে তিরিশ কিমি পথ তাই ডোমকলের বেশির ভাগ মানুষ এই ফেরিঘাট পার হয়েই যায় । বর্ষাকালে নৌকায় প্রাণের ঝুঁকি নিয়ে পারাপারে হতে হয়, তাতে মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে । এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের এই নদী তে পাকা ব্রীজ খুবি গুরুত্বপূর্ণ, দীর্ঘ দিন ধরে দাবি থাকা সত্যেও পূরণ হয়নি , তা না হলে কোন দিন হয়তো প্রাণহানির ঘটনা ঘটাও অসম্ভব নয় ”।

SHARE

Related posts

মেদিনীপুর রাওজা-এ-আকদাসে ৫১তম ঊরুষ শরীফ

Qadri Times

মুর্শিদাবাদের বহরমপুরে মুক্তধারা সাহিত্য পরিষদের বই প্রকাশ ও সাহিত্যানুষ্ঠান

Qadri Times

কোরআন ও হাদীসের আলোকে মহারম মাস: ত্যাগ না উৎসব?

Qadri Times

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
যোগাযোগ