
কাদেরী টাইমস অনলাইন :মোঃ ইজাজ আহামেদ
চুরুলিয়া: গত ৩০শে জুন এবং ১লা জুলাই দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের, কবিতীর্থ চুরুলিয়ার আয়োজনে কবি পত্নী প্রমিলা ও কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণা উপলক্ষে সাংস্কৃতিক উৎসব ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক, নৃত্যশিল্পী, সংগীত শিল্পী, সম্পাদক, দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন-এর প্রধান উপদেষ্টা কাজী আলী রেজা, সভাপতি দিলীপ বিশ্বাস ও সম্পাদক সোনালী কাজী,মোঃ ইউসুফ মল্লিক সহ প্রায় ২০০ জন গুণীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন সোনালী কাজী ও লীলাবতী বিশ্বাস। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল গবেষক ডক্টর প্রহ্লাদ রায় কাজী নজরুল সম্পর্কে আলোকপাত করেন।
তিনি বলেন নজরুল ইসলাম দলিত, শোষিত অর্থনৈতিকভাবে দরিদ্র এবং ধর্মীয়ভাবে নিষ্পেষিত অবহেলিত সম্প্রদায়ের জন্য যা করে গেছেন তা আজও প্রাসঙ্গিক। উপস্থিতদের অনেকেই একক এবং সমবেত সংগীত, নৃত্য পরিবেশন করেন। সোনালী কাজী সংগীতে ও আলোচনায় প্রমিলাদেবী এবং তার দাদু কাজী নজরুলকে বিশেষভাবে স্মরণ করেন ।সভাপতি দিলীপ বিশ্বাস বলেন, ” নজরুল ইসলাম এতদিন নানা কারণে এবং সরকার এবং সাহিত্য জগতের বিশেষ চাপে সঠিকভাবে মূল্যায়ন হননি।” ১লা জুলাই ২০২৫ সকাল ৮ ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সকলে প্রমিলা দেবীর সমাধিক্ষেত্রে এবং কাজী নজরুলের সমাধিক্ষেত্রে মর্যাদা সহকারে বস্ত্র চড়িয়ে দেন, পুষ্পার্ঘ নিবেদন, সংগীত এবং কবিতা পরিবেশিত করেন। সকাল দশটায় কবিতা উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি বরুণ চক্রবর্তী। তিনি বলেন যে কাজী নজরুল ইসলাম অল্প সময়ের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে লিখেছেন সেগুলো আরও বেশি করে লোকের কাছে পৌঁছে দিতে হবে। এই কাজে কাজী রেজাউল করিম বিশেষ ভূমিকা পালন করেছেন । বর্তমানে সোনালী কাজই এই কাজ করে চলেছেন, সঙ্গ দিচ্ছেন দিলীপ বিশ্বাস সহ অনেকেই। আম্বেদকর কালচারাল কলেজের সভাপতি এবং বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস কাজী নজরুল সম্পর্কে আরও অনেক নতুন তথ্য তুলে ধরেন। তিনি কাজী নজরুলকে শুধু বিদ্রোহী কবি হিসাবে ভাবেন না, তার কছে কাজী নজরুল একাধারে প্রেমিক কবি সাম্যবাদী কবি মানুষের। তিনি আরো বলেন যে কবি কাজী নজরুল ইসলামের কলমে ধর্মের বিরুদ্ধে কিছু বলেনি, বলছে ধর্মের নামে চালিয়ে দেওয়া অমানবিক এবং প্রতারণা বিরুদ্ধে। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ডাক্তার এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সম্পাদক হাসিবুর রহমান সহ অনেকে। সকল কবিদের রেজাউল করিম কবি সম্মানা, শিল্পী ও সমাজসেবকদেরকে দোলনচাঁপা রত্ন সম্মান দেওয়া হয়। পাঁচজন বিশিষ্ট মহিলাকে কবি পত্নী প্রমিলা সম্মানে ভূষিত করা হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের ছাতা এবং স্থানীয় মেয়েদের শাড়ি বিতরণ করা হয়।
