কারবালা প্রান্তরে

এস এম মঈনুল হক :
কারবালা প্রান্তরে রক্তের আলপনা,
হোসেনের ত্যাগে জ্বলে সত্যের রৌশনা।
ধূলির বুকে লুটায় শহীদের মহান প্রাণ,
ইমানের জয়গানে মুখরিত ফোরাতের গান। নিষ্ঠুর তীর ছুটে আসে, ছিন্ন হয় আশা,
তবু হোসেন হাসেন, ধরেন না কোনো ভাষা।
পিপাসায় কাতর শিশু, মায়ের কোল শূন্য,
তবু সত্যের পথে হোসেন অটল, দৃপ্ত। যুদ্ধের মাঝে শান্তি, ত্যাগের মহিমায়,
কারবালার বার্তা ছড়ায় বিশ্বমাঝে তায়।
জুলুমের বিরুদ্ধে দাঁড়ায় অবিচল প্রাণ,
হোসেনের আত্মা জাগে মানুষের ঈমান। প্রান্তরে রক্ত ঝরে, তবু জয় সত্যের,
কারবালার কাহিনী চিরন্তন পথের।
হোসেনের শাহাদাতে জ্বলে আলোর মশাল,
মানবতার জয়গানে অমর কারবালা।