


কাদেরী টাইমস অনলাইন
মহান তাপস সৈয়েদোনা হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরি যিনি ‘আলা হুজুর’ নামে সমধিক প্রসিদ্ধ তাঁর ১৬১ তম বাৎসরিক উরস শরীফ তাঁরই প্রপৌত্র মেদিনীপুর খানকাহ শরীফের সাজ্জাদানশীন পীরসাহেব হযরত মওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আল কাদেরির তত্ত্বাবধানে ৬ ই ফাল্গুন ( 19 ফেব্রুয়ারি), বুধবার মেদিনীপুর খানকাহ শরীফে মহা সাড়ম্বরে উদযাপিত হয়। অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ও শিষ্যের সমাগম ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মধ্যে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া, সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী শিউলি সাহা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক ও মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দিনেন রায়, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মীর দারাশেকো, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সেলিম শাহী, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী, মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খাঁন, মেদিনীপুরের উপ পুরপ্রধান অনিমা সাহা, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, বিশিষ্ঠ সমাজসেবী সুকুমার বেরা, জেলা পরিষদের সদস্য হাবিবা বেগম, স্থানীয় পৌরপিতা অর্পিতা নায়েক, মোঃ সাইফুল, মোজাম্মেল হোসেন, কেশপুর পঞ্চায়েত সমিতির সদস্য হাবিবুল রহমান, কাদেরী টাইমস এর সম্পাদক সৈয়দ মিনহাজ হোসেন আল হোসেনী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলা হুজুরের ১৬১তম বাৎসরিক উরস উৎসব উপলক্ষে সাম্প্রদায়ীক সম্প্রিতী শান্তি ও জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সমস্ত অতিথিবর্গ তাদের বক্তব্যে আলা হুজুরের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
পবিত্র এই অনুষ্ঠানের সুচনা করেন দরবার শরীফ কলকাতা ও মেদিনীপুর খানকাহ শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মওলানা অধ্যাপক ড. সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ আল কাদেরী বিভাগীয় প্রধান আরবি বিভাগ মওলানা আজাদ কলেজ কলকাতা। তিনি তাঁর বক্তব্যে আলা হুজুরের
সুমহান জীবনাদর্শের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে পীরসাহেব মানব কল্যান ও বিশ্ব শান্তির জন্য ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন।মহান তাপস সৈয়েদোনা হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরি যিনি ‘আলা হুজুর’ নামে সমধিক প্রসিদ্ধ তাঁর ১৬১ তম বাৎসরিক উরস শরীফ তাঁরই প্রপৌত্র মেদিনীপুর খানকাহ শরীফের সাজ্জাদানশীন পীরসাহেব হযরত মওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আল কাদেরির তত্ত্বাবধানে ৬ ই ফাল্গুন ( 19 ফেব্রুয়ারি), বুধবার মেদিনীপুর খানকাহ শরীফে মহা সাড়ম্বরে উদযাপিত হয়। অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ও শিষ্যের সমাগম ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মধ্যে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া, সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী শিউলি সাহা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক ও মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দিনেন রায়, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মীর দারাশেকো, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সেলিম শাহী, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী, মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খাঁন, মেদিনীপুরের উপ পুরপ্রধান অনিমা সাহা, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, বিশিষ্ঠ সমাজসেবী সুকুমার বেরা, জেলা পরিষদের সদস্য হাবিবা বেগম, স্থানীয় কাউন্সিলর অর্পিতা নায়েক, মোঃ সাইফুল, মোজাম্মেল হোসেন, কাদেরী টাইমস পত্রিকার সম্পাদক সৈয়দ মিনহাজ আল হুসেইনী, কেশপুর পঞ্চায়েত সমিতির সদস্য হাবিবুল রহমান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলা হুজুরের ১৬১তম বাৎসরিক উরস উৎসব উপলক্ষে সাম্প্রদায়ীক সম্প্রিতী শান্তি ও জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সমস্ত অতিথিবর্গ তাদের বক্তব্যে আলা হুজুরের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
পবিত্র এই অনুষ্ঠানের সুচনা করেন দরবার শরীফ কলকাতা ও মেদিনীপুর খানকাহ শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মওলানা অধ্যাপক ড. সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ আল কাদেরী বিভাগীয় প্রধান আরবি বিভাগ মওলানা আজাদ কলেজ কলকাতা। তিনি তাঁর বক্তব্যে আলা হুজুরের
সুমহান জীবনাদর্শের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে পীরসাহেব মানব কল্যান ও বিশ্ব শান্তির জন্য ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন।