
কাদেরী টাইমস অনলাইন :
আউলিয়াকুল শিরোমণি সৈয়েদোনা হজরত গওসুল আজম পীরানে পীর দস্তেগীর বড়পীর সাহেবের ৮৮৬ তম বাৎসরিক ফাতেহা ইয়াজ দাহুম শরীফ (গেয়ারভীন শরীফ) ৩- ৪ ঠা অক্টোবর, শুক্র- শনিবার তাঁর ২২ তম প্রত্যক্ষ বংশধর মেদিনীপুর খানকাহ শরীফ ও কলকাতা দরবার শরীফের সাজ্জাদানশীন ও গদ্দিনশীন পীরসাহেব আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক হজরত মওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আলকাদেরীর তত্ত্বাবধানে তার বাসভবন দরবার শরীফ (২২ মফিদুল ইসলাম লেন) কলকাতায় মহা সমারোহে উদযাপিত হয়। এই পবিত্র অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত শিষ্য যোগদান করেন। পীরসাহেব হজরত সৈয়দ শাহ জেলাল মুরশেদ আলকাদেরী পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ও রাজ্য হজ্ব কমিটির প্রাক্তন চেয়ারম্যান, উর্দু একাডেমির ভাইস চেয়ারম্যান মোঃ নাদিমুল হক। অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মীর দারাশিকো, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, পশ্চিমবঙ্গ ল কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দ নাসিরুল হোসেন, সৈয়দ গোলাম মোস্তফা পাবলিক স্কুলের প্রিন্সিপাল মোঃ জাহাঙ্গীর, কাদেরী টাইমস এর সম্পাদক সৈয়দ মিনহাজ হুসেন আল হুসেনি, দিনহাটা কলেজের কমার্স বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল আলম, চাইপাট এস পি বি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড: কাজী তাজউদ্দীন প্রমুখ।পীরজাদা সৈয়দ মামুন মুরশেদ আলকাদেরী শিশুসুলভ সুমধুর কন্ঠে পরম শ্রদ্ধেয় হুজুর গওস পাকের জীবনাদর্শের উপর বক্তব্য রাখেন। পীরজাদা হজরত মওলানা অধ্যাপক ড. সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ আলকাদেরী (বিভাগীয় প্রধান, আরবী বিভাগ, মওলানা আজাদ কলেজ, কলকাতা।) উক্ত অনুষ্ঠানে নিজ বক্তব্যে কোরআন ও হাদীসের আলোকে হজরত গওসুল আজমের পবিত্র জীবন, আধ্যাত্মিক ক্ষমতা, বেলায়েত ও কারামতের উপর আলোকপাত করেন। পীর সাহেব হজরত মওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আলকাদেরী নিজ বক্তব্যে বড়পীর গওসুল আজমের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠান শেষে পীরসাহেব ভক্ত বৃন্দকে কোরআন ও হাদিসের আলোকে শরীয়ত মেনে বিশ্বমানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানান ও সমগ্র মানবজাতির কল্যাণের জন্য দোয়া করেন। বক্তব্য রাখেন মওলানা সাজ্জাদ আলম মিসবাহি, মওলানা পীরসাহেব এর প্রত্যক্ষ নির্দেশনায় খানকাহ শরীফে কাদেরিয়া মেহরিয়া মেদিনীপুর, খানকাহ শরীফে কাদেরিয়া হুসেয়নীয়া পিয়ারডাঙ্গা পশ্চিম মেদিনীপুর, খানকাহ শরীফে কাদেরিয়া আরামবাগ হুগলী ও খানকাহ শরীফে কাদেরিয়া মুরশেদিয়া কেশপুর পশ্চিম মেদিনীপুর এও এই উরস উৎসব অনুষ্ঠিত হয়।










